গোলাপগঞ্জে মাদ্রাসা সুপারকে হুমকির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪৪:৫২ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের ভাদেশ্বরের মীরগঞ্জ মুজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফ বিল্লাহকে মাদ্রাসার ঢুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টায় মাদ্রাসার সম্মুখে মীরগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার মাদ্রাসার সুপার মাওলানা আরিফ বিল্লাহ, ম্যানেজিং কমিটির সভাপতি ছয়েফ উদ্দিন, মাদ্রাসার সহ সুপার মাওলানা জামাল উদ্দিন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুর রব, কামরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আলমগীর হোসেন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাহাবুব আলম, ইসহাক আহমদ, মুন্নি আক্তার তান্নি, নুরু বেগম।