শাহ মিরাজ ইয়ুথ ফোরাম ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ৭:২৬:৪১ অপরাহ্ন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শাহ মিরাজ (র.) ইয়ুথ ফোরাম সিলেটের উদ্যোগে আন্ত:মহানগর ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর শিবগঞ্জস্থ একটি ইনডোর স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। ফাইনাল খেলায় ১৭নং ওয়ার্ড চ্যাম্পিয়ন এবং ইয়াং এম্পায়ার ১৮নং ওয়ার্ড রানার্সআপ হয়।
শাহ মিরাজ রহ. ইয়ুথ ফোরাম সিলেটের সভাপতি শামসুর রহমান জাবালের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল ওয়াহিদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইওনিয়ার হাসপাতালের পরিচালক মোঃ মুশফিক উস সামাদ চৌধুরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ মিরাবাজারের কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ সুন্দর আবাসিক এলাকার চেয়ারম্যান নজরুল ইসলাম সুয়েব, জিন্দাবাজার মিতালী ম্যানশনের পরিচালক শামসুর রহমান কামাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী আবু হাসান, জাহাঙ্গীর হোসাইন, আব্দুল আলীম, মন্নান হোসাইন, মোহাম্মদ বেলাল ও মাজেদ বিন নাঈম প্রমূখ। বিজ্ঞপ্তি