নগরীতে শটসার্কিটে পুড়ে গেছে বাসা
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৩৬:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে একটি বাসায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে গোলাপবাগ এলাকার ৪৫নং টিনশেডের বাসায় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে পৌনে ১১টার দিকে হঠাৎ করে বাসার মিটারের নিচে আগুন লাগে। টিনশেডের বাসাটিতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরে থাকা জরুরী কাগজপত্র, তিনটি ইলেকট্রিক সেলাই মেশিন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পুড়ে যায়।
ওই বাসায় দু’জন ভাড়াটিয়া থাকেন। তাদের একজন সিএনজি অটোরিকশাচালক আব্দুল জলিল জানান, আগুনে তার দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আরেক ভাড়াটিয়া হামিদা বেগম কাপড় সেলাইয়ের কাজ করেন। তিনি দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তার বেশকিছু কাপড় পুড়ে গেছে। সবমিলিয়ে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লাখ টাকার মতো।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় কাউন্সিলর সোহেল আহমদ রিপন বলেন, দীর্ঘদিন থেকে দুটি পরিবার এখানে ভাড়াটে থাকে। তারা দর্জির কাজ করতো। আগুনে সবকিছু পুড়ে হয়ে গেছে।