কাজিরবাজারে বেকারিতে বিএসটিআই’র অভিযান
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১৩:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীতে জেলা প্রশাসন সিলেটের সমন্বয়ে বুধবার অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। এসময় সিএম সনদ ছাড়া ব্রেড, বিস্কুট ও কেক পণ্যসমূহের লেবেলে অবৈধভাবে গুণগত মানচিহ্ন ব্যবহার করার অপরাধে পশ্চিম কাজিরবাজারের হীরা ফুডস এ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলায়মানের নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা প্রকৌশলী মরিয়ম, পরিদর্শক (মেট) মো.ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার (সিএম) উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।