কুলাউড়ায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের অবহিতকরণ সভা
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৩২:৫৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে আগামী ২০ ফেব্রুয়ারী সোমবার ১৩ ইউনিয়নসহ পৌরসভায় শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন সফলের লক্ষ্যে বৃহস্পতিবার কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও এইচআই মোঃ আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় সভায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন এর উদ্দেশ্য উপস্থাপন করেন আরএমও ডাঃ মোঃ জাকির হোসেন। তিনি সবাইকে যে কোন গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ২০ ফেব্রুয়ারি কুলাউড়ায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গৃহিত পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান উপজেলা হাসপাতালসহ ৩১৩ টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৭শ’ ৩৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৮ হাজার ৬শ’ ১৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুলসহ মোট ৪৩ হাজার ৩৫২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া থানার (ওসি) তদন্ত রতন দেবনাথ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ জসিম উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন উপ-সহকারি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, পরিসংখ্যানবিদ তফজ্জুল আলী, এএইচআই আছমা বেগম, এইচআই আব্দুল আউয়াল, ইপিআই টেকনিশিয়ান আপ্তাব উদ্দিন, নার্সিং সুপারভাইজার দ্বিজেন্দ্র চন্দ্র পাল, সিনিয়র ষ্টাফ নার্স করবী রানী দেব, মিডওয়াইফ মনিতা সিনহা প্রমুখ।