মৌলভীবাজারে কৃষি ঋণ মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৩৬:৫৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
পর্যটন জেলা মৌলভীবাজার শহরে কৃষি ঋণ মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দূপুরে জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জনতা ব্যাংকের এজিএম মোঃ আব্দুল হামিদ, বাংলাদেশ কৃষি ব্যাংক মৌলভীবাজার’র মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মমিনুল ইসলাম, সোনালী ব্যাংকের ডিজিএম দুলন কান্তি চক্রবর্ত্তী, জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ, রুপালী ব্যাংকের ডিজিএম জয়া চৌধুরীসহ বিভিন্ন শাখার ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক ও প্রান্তিক কৃষক। পরে মেলার স্টলগুলোর উদ্বোধন করেন অতিথিরা।