ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের বঙ্গবীর ওসমানীর জন্মদিন পালন
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৪৭:৩৮ অপরাহ্ন
ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে বৃহস্পতিবার বঙ্গবীর জেনারেল আতাউল গণী ওসমানীর ৩৯তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকালে শাহজালাল দরগাহ প্রাঙ্গণের কবরস্থানে পুষ্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত, বিকালে সাহেব নগরস্থ সংসদের কার্যালয়ে ওসমানীর কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সংসদের উপদেষ্টা মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল। সভায় বক্তব্য রাখেন জহির আলী, ফারুক মুহাম্মদ ওসমানী প্রমুখ। সভায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ওসমানী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি