দক্ষিণ সুরমায় জনতা ব্যাংকের কৃষি ঋণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৬:২৪:০০ অপরাহ্ন
দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের কৃষকদের মধ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জনতা ব্যাংক লিমিটেড স্টেশন রোড শাখা কর্তৃক প্রধান কার্যালয়ের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নে প্রান্তিক পর্যায়ের ১৩ জন কৃষকদের মধ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়।
ঋণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অলিউর রহমান, জনতা ব্যাংক সিলেট এরিয়া অফিসের উপমহাব্যবস্থাক মুহাম্মদ এহতেশাম জলিল, বিভাগীয় কার্যালয় সিলেট এর সহকারী মহাব্যবস্থাপক মনির আহমেদ, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক আব্দুল মতিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি





