জামেয়া আবু বকর মাদ্রাসায় বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৭:০৯:১১ অপরাহ্ন
জামেয়া ইসলামিয়া আবু বকর সিদ্দিক রা. মাদ্রাসায় ২০২২-২৩ ঈসায়ি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার দুপুরে জামেয়ার চতুর্থ তলার হল রুমে অনুষ্ঠিত হয়।
জামেয়ার মুহতামিম হাফিজ আশিকুর রহমানের সভাপতিত্বে এবং ছাত্র হাফিজ ইমরান হুসাইন ও হাফিজ কামাল হুসাইনের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জামেয়া পরিচালক হাফিজ আশিকুর রহমান, শিক্ষা সচিব মাওলানা মিসবাহুজ্জামান, পরিচালনা কমিটির সেক্রেটারি হাফিজ কাজী জুনাইদ আহমদ, সিনিয়র শিক্ষক মুফতি আরমান হুসাইন, মাওলানা আব্দুস শহিদ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্বাস উদ্দিন, মুফতি আব্দুল মান্নান, মুফতি আবুযর ইব্রাহিম, হাফিজ মাওলানা জামাল উদ্দিন, এডভোকেট মুজিবুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।
বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আস-সিদ্দিক ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মাসউদ আহমদ মিলন, হাফিজ আবু তায়েফ, আব্দুল্লাহ আল মুজ্জাম্মিল ।
অনুষ্ঠানে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হিফয বিভাগের ছাত্র হাফিজ আবু হুরায়রা ও তারানায়ে দেওবন্দ পাঠ করেন হিফয বিভাগের ছাত্র হাফিজ নাসতাঈন আল শাহরিয়া সহ একাধিক ছাত্র। বিজ্ঞপ্তি