দরগাহ গেইটে গ্যাস লাইনে আগুন
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৮:২৫:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পথচারী ও আশপাশ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ও ক্ষয়ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরের দরগাহ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় চৌহাট্টা-আম্বরখানা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রæত গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, নুরজাহান হসটিপালের নিচে রাস্তায় গ্যাস লাইনে একটি পাইপ লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে আমাদের একটি টিম দ্রæত গিয়ে আগুন নিভিয়ে ফেলে। পরে জালালাবাদ গ্যাসের লোকজন ঘটনাস্থলে এসে লিকেজ পাইপ মেরামত করেন।