শাহপরান (র.) হাই স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫০:৫৫ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রতিটি জায়গায় শিক্ষা ব্যবস্থার মান বাড়াতে হবে এবং আমাদের গ্রামে যারা অসহায় কৃষক আছেন তাদের সন্তানদের লেখাপড়ার আওতায় আনতে হবে।
তিনি বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট সদর উপজেলার খাদিমস্থ শাহপরাণ (র.) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং সাস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সিদ্দিকুর রহমান ও মো. লুৎফুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খছরুজ্জামান তাপাদার।
অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক অফিসার অভিজিৎ কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, শিক্ষানুরাগী মো. গিয়াস উদ্দিন, জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আতিকুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মো. আবুল খায়ের, অভিভাবক সদস্য নগেন্দ্র দেবনাথ, মো. সাইফুল ইসলাম, মো. সাব্বির আহমদ, মো. হাফিজুর রহমান, লাভলী বেগম, আনোয়ার হোসেন আনু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. মুস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জবরুল হোসেন, সাবেক সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল, মো. আব্দুল মজিদ, শাহপরান মাজার গেইট এটিএম ব্যাংকের ব্যবস্থাপক মওদুদ লস্কর, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সভাপতি মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, এলাকার মুরব্বী নিকুঞ্জ বিহারী গুণ, মো. আব্দুল হক চৌধুরী প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা ও নির্দেশনা করেন অধ্যাপক মো. আবুল খায়ের, স্বপন চন্দ্র নাথ, মো সাব্বির আহমদ। বিজ্ঞপ্তি