কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫৬:১৯ অপরাহ্ন
পবিত্র শব-ই মিরাজ উপলক্ষে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর নগরীর শাহজালাল উপশহরস্থ মারকাজুত তালিম মাদরাসায় এই পুরস্কার বিতরণ করা হয়।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা হোসাইন আহমদ, সদস্য ক্বারী আবু বক্কর, এম রশিদ আহমদ, রফিকুল ইসলাম, ইমন আহমদ, রোহান আহমদ, উজ্জল আহমদ, বুরহান উদ্দিন, আলাউদ্দিন, কয়েছ, ইসলাম উদ্দিন, বাহা উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি