বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৯:০৬:২৮ অপরাহ্ন
মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সিইনসি, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) দরগাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া এবং বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ উপস্থিত ছিলেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, সাধারণ সম্পাদক মোহম্মদ জুয়েল এডভোকেট, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও মকসুদ হোসেন, সমাজসেবী কাজী হেলাল, সদস্য কয়েছ আহমেদ সাগর, শফিকুর রহমান, সমাজসেবক সাবের হোসেন চৌধুরী, হাফিজ নজির আহমদ, হাফিজ মোঃ আলামীন, মাওলানা হাফিজ ক্বারী আবু ইউছুফ চৌধুরী, হাফিজ আব্দুস সালাম, হাফিজ নুরুল ইসলাম, হোসাইন আহমদ সিরাজ, আব্দুস ছুবহান, মোঃ আলাউদ্দিন, হাফিজ বিল্লাল আহমদ, মোঃ জমির উদ্দিন, মোঃ দেলওয়ার হোসেন, মোঃ হুসাইন আহমদ ছাতকি, মোঃ হাবিবুর রহমান, জাহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি