ওসমানীনগরে কাভার্ড ভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু,পুলিশের অস্ত্র ছিনতাই মামলায় আটক ২:বাজারের দোকানপাট বন্ধ
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৯:১৬:৪৮ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীগরে সড়ক দুর্ঘটনায় দয়ামীর বাজারের ব্যবসায়ী এমাদুর রহমান এমাদ উদ্দিন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তামাবিল হাইওয়ে পুলিশের এসআই আব্দুল করিমকে মারধর এবং পুলিশের একটি নাইন এমএম পিস্তল (নং টিজেও-৫৮৬৮৯) ও ১৬ রাউন্ড গুলি ছিনতাইয়ের ঘটনায় তামাবিল থানা হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কবির বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০/২০০জনকে আসামি করে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ২জন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, দয়ামীর বাজারের মা টেইলার্সের মালিক সাইদুর রহমান (৪০) ও চা দোকানদার হুসাইন আহমদ (২৬)।
নিহত ব্যবসায়ী এমাদের জানাজা শেষে গত বুধবার কাউরাইস্থ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। মরহুমের জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা করা হয়নি। তবে হাইওয়ে পুলিশের পক্ষ পৃথক একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, ঘটনার পর থেকে পুলিশি ধরপাকড়ের ভয়ে দোকানপাট বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছেন দয়ামীর বাজারের অনেক ব্যবসায়ীরা। অন্যদিকে ঘটনার ২দিন পেরিয়ে গেলেও হাইওয়ে পুলিশের ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। ওসমানীনগর থানা পুলিশ দয়ামীর বাজার ও শোয়ারগাঁও এলাকায় দিনরাত অভিযান পরিচালনা করছে পুলিশের অস্ত্র উদ্ধারের জন্য।
এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাইন উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত হওয়ার পর কর্তব্যরত হাইওয়ে পুলিশের একজন এসআইকে বেধড়ক মারধর করে পিস্তল ও গুলি ছিনতাই করা হয়েছে। পুলিশ ২ জনকে আটক করেছে। অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ দিনরাত অভিযান পরিচালনা করছে।