এসএমই উদ্যোক্তাদের কার্যক্রম আশা জাগানিয়া : সিলেটে পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৯:২৯:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের আরো উৎসাহ যোগাতে সিলেটে শুরু হয়েছে সাত দিনব্যাপী এসএমই পণ্য মেলা। বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় এই এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নগরীর রিকাবীবাজারের মোহাম্মদপুর আলী জিমনেসিয়ামে এই মেলা চলবে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত।
উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কর্মসংস্থান যোগান দিতে সিলেটের এসএমই উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্টান এসএমই উদ্যোক্তাদের ঋণ দিয়ে থাকে, সরকারও এসএমই উদ্যোক্তাদের সাহায্যে এগিয়ে এসেছে। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ঋণ ভর্তুকি দিয়ে তাদেরকে সাহায্য ও সহযোগিতা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে এসএমই’র চিত্র তুলে ধরে তিনি বলেন, এসএমই উদ্যোক্তারা নারী উদ্যোক্তা তৈরি করছেন এবং উদ্যোক্তারা ইন্টারনেটে অনলাইনে তাদের পণ্য বিক্রি করছেন। এই বিষয়টি বেশ আশা জাগানিয়া।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো মফিজুর রহমান এর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার অনুপমা দাস’র উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক মো: মজিবর রহমান, মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, এসএমই ফাউন্ডেশন এর পরিচালক পর্ষদের সদস্য মানতাশা আহমদ, সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, এসএমই ফাউন্ডেশন এর মহাব্যবস্থাপক নাজিম হাসান ছাত্তার প্রমুখ।
মেলার ৫২টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের উৎপাদিত দেশি পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। ১৯ ফেব্রুয়ারি ‘সিলেট বিভাগে এসএমই খাতের উন্নয়নে করণীয়’ সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিদিন মেলা প্রাঙ্গণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় সার্বিক সহযোগিতা করেছে সিলেট জেলা প্রশাসন, বাংলাদেশ ব্যাংক সিলেট, বিসিক সিলেট, সিলেট চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রি, নাসিব, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি, ওয়েব, বিডব্লিসিসিআই।





