ছাত্র জমিয়ত বিয়ানীবাজার শাখার উদ্যোগে এইচএসসি ও আলীম উত্তীর্ণদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ৬:২৪:৫৯ অপরাহ্ন
ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে এইচএসসি ও আলিম উত্তীর্ণদের সংবর্ধনা ও ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ মাগরিব দক্ষিণ বিয়ানীবাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি আব্দুল্লাহ এর সভাপতিত্বে সহ সভাপতি কিবরিয়া আহমদ ও সাধারণ সম্পাদক জাহিদ আহমদ এর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম লন্ডন মহানগরীর যুব বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন আহমদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউকে জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান। বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন যুব জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি মনজুরুল হাসান, উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আলম, ছাত্র জমিয়ত মুড়িয়া ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম, বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের সহ সভাপতি শাহরিয়ার রহমান, সাধারণ সম্পাদক আসাদুযযামান, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক এম এবাদুর রহমান খান, ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি