গোলাপগঞ্জে ডাবল মার্ডার আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩০:১৫ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে প্রকাশ্য দিবালোকে তারিফ রহমান ও আবু সুফিয়ান হত্যার প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় গোলাপগঞ্জ পৌর শহরে তারিফ সুফিয়ান স্মৃতি পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুরব্বি আব্দুল মন্নানের সভাপতিত্বে ও রাহি আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: রুহেল আহমদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, আব্দুস সালাম, জিয়া উদ্দিন, সুহেদ আহমদ, আরিফুজ্জামান আরিফ, মাওলানা আব্দুর রব, এনাম আহমদ।
মানববন্ধনে বক্তারা বলেন, গোলাপগঞ্জের নুরুপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে ডাবল মার্ডারের এক বছর অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত মূল আসামীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। বক্তারা দ্রুত তারিফ রহমান ও আবু সুফিয়ান হত্যার মূল আসামীদের দ্রুত গ্রেপ্তার না করলে আগামীতে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারী প্রদান করেন।