শ্রমিক কল্যাণ দক্ষিণ শাখার দায়িত্বশীল সভা
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ৭:২৩:০৪ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক এবং সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ বলেছেন, আমরা বিশ্বাস করি একটি ইনসাফভিত্তিক শ্রমনীতির বাস্তবায়নের মাধ্যমেই এদেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা লাভ করবে এবং আগামীতে শ্রমিকদের সুসংগঠিত করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যোগে বিভিন্ন সেক্টরের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
জেলা সভাপতি ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আতিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা ও শ্রমিক কল্যাণের সাবেক জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক জেলা সাধারণ সম্পাদক এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।
উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি রেহান উদ্দিন রায়হান, কামরুজ্জামান খান ফয়সল ও আশিকুর রহমান হেলাল, জেলা সহকারী সাধারণ জাহেদুর রহমান, আব্দুল হান্নান ও আব্দুল মুমিন প্রমূখ। বিজ্ঞপ্তি