খেলাধুলার উৎসাহকে কাজে লাগিয়ে রোগী সেবায় আরও মনোনিবেশ করতে হবে : মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১৪:৪৮ অপরাহ্ন
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর ২০২২ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে অভিনন্দন জানিয়ে বলেন, যেকোনো প্রতিযোগিতায় জয় পরাজয় থাকবে। এতে মন খারাপের কিছু নেই। তিনি বলেন সুশৃঙ্খল, নিষ্ঠাবান ও দায়িত্বশীল খেলাধুলার মাধ্যমে প্রমাণিত হলো এই হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীরা আদর্শবান। রেষারেষি বা হানাহানির কোনো রেশ ছিল না ব্যাডমিন্টন ও ক্রিকেট প্রতিযোগিতায়। খেলাধুলার এই উৎসাহকে কাজে লাগিয়ে আগামী দিনে রোগীর সেবায় আরও মনোনিবেশ করতে হবে।
সিলেট এমসি কলেজ খেলার মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের ডিএমএস কর্নেল (অব.) রুকনুল ইসলাম চৌধুরী। সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মো. আজহার উদ্দিন খানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের এজিএম ও হেড অব এডমিন মো. জাকির হোসেন, এজিএম ও হেড অব মার্কেটিং মো. ওবায়দুল হক, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক সংগ্রাম সিলেটের ব্যুরো প্রধান কবির আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) ও রিকাবীবাজার শাখার ইনচার্জ মোবারক হোসেন, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহার উদ্দিন মুমিন, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার শাহেদ আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) ও গোলাপগঞ্জের মিরগঞ্জ শাখা ইনচার্জ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) খন্দকার ইকবাল আহমদ, এসিস্ট্যান্ট ম্যানেজার (কাস্টমার কেয়ার) কামরুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার (ফার্মেসি) জাহাঙ্গীর আলম, এসিস্ট্যান্ট ম্যানেজার (হাউস কিপিং) রাশেদ আহমদ, চ্যাম্পিয়ন টিম মধুমিতা’র অধিনায়ক ও হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার কিবরিয়া আহমদ খান ও রানারআপ টিম মেঘনা’র অধিনায়ক ও হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফয়জুল হক। বিজ্ঞপ্তি