গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা ও প্রবাসীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৫৮:৪২ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও প্রবাসীদের সংবর্ধনা শুক্রবার রাত ৮টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল মনসুর চৌধুরী সুমনের সভাপতিত্বে ও জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তোতা মিয়া, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শফিকুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, প্যাটারসন সিটি আওয়ামী লীগের সভাপতি শায়েক হোসাইন, যুবলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান চৌধুরী।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হারুন আহমদ, সহ-সভাপতি মাসুদ চৌধুরী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ইমরান হোসাইন, প্যাটারসন সিটি আওয়ামী লীগের সভাপতি শায়েক হোসাইন, যুক্তরাজ্য প্রবাসী মো:মজির উদ্দিন, ব্যারিস্টার এনামুল হক, ছাইফুল আলম, জুবেল আহমদ, জায়েদ আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দিপু আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ নাসির খালিক, ওমর ফারুক সামি, ইমরান এইচ নাহিদ, মাসুকুর রহমান খান, ওলিউর রহমান চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, দিলওয়ার আনসার, রাহিদ সিরাজ সৈকত, পর্তুগাল প্রবাসী পারভেজ আহমদ, ফ্রান্স প্রবাসী দেলওয়ার আহমদ, দুলাল আহমদ তুষার,আরব আমিরাত প্রবাসী আলী হোসাইন, মিজু আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল আমিন (হাসান)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগ নেতা জালাল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মুন্না, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসাইন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও প্রবাসী সংবর্ধিত সকল অতিথির হাতে সম্মাননা স্মারক হিসেবে সংবর্ধনা তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।