সিলেটে জেএসডি’র বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ৭:২৮:০৮ অপরাহ্ন
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র দেশব্যাপী দাবি দিবস পালন উপলক্ষে সিলেট জেলা জেএসডি’র উদ্যোগে শুক্রবার বিকালে সিলেট নগরীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সম্মুখে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তাগণ অবিলম্বে জাতীয় সংসদ বাতিল, জাতীয় সরকার গঠন, ৯টি প্রদেশ গঠন, স্বশাসিত স্থানীয় সরকার ও সংসদের উচ্চ কক্ষ গঠন, সংবিধান সংশোধন করে রাষ্ট্র কাঠামো সংস্কার, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ সহ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ সহ ১০ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন, শ্রমিক নেতা রফিক মিয়া, জেএসডি নেতা হোসেন আহমদ, রিয়াজ উদ্দিন আহমদ, মাসুক আহমদ, শাম্মী আনোয়ার, কয়েছ আহমদ দারা, তাইবুর তাইয়িব, আব্দুল কাদির, তাছলিমা লোসী প্রমুখ। বিজ্ঞপ্তি