ওসমানীর মৃত্যুবাষিকী উপলক্ষে সেলাইমেশিন প্রদান
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৩১:৩৭ অপরাহ্ন
বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৯ তম মৃত্যুবাষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে যথারীতি সম্মানের সাথে গৃহীত ২ দিনব্যাপি কর্মসূচীর ২য় দিনে শুক্রবার বেলা আড়াইটায় টায় বঙ্গবীর ওসমানীর পিতৃভূমি ওসমানীনগরের দয়ামীরস্থ মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী গণগ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে “বাংলা ভাষা প্রতিষ্ঠায়, মহান মুক্তিযুদ্ধে ও সংসদীয় গণতন্ত্র রক্ষায় ওসমানীর অবদান” শীর্ষক আলোচনা সভা ও সেলাইমেশিন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ জুয়েল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আতাউর রহমান, ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনা মিয়া, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাই মশাহিদ।
বক্তব্য রাখেন বৃহত্তর বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ওসমানীনগর শাখার সভাপতি ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য যোবায়ের আহমদ শাহীন, দয়ামীর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য মোঃ শাইস্তা মিয়া, মামুনুর রশীদ খলকু।
উপস্থিত ছিলেন দয়ামীর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস শহীদ, যুক্তরাজ্য প্রবাসী নুরুল আমিন চৌধুরী লুকু, দয়ামীর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ফারুক মিয়া, বালাগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ হেলাল মিয়া, ওসমানীনগর টাইমস এর মোঃ সুয়েব আহমদ, বিশিষ্ট ছাত্রনেতা, শহীদ শেখ রাসেল স্মৃতি পরিষদের বালাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জাকির আহমদ, যুবনেতা নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ সালিক মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে সংসদের উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী, অর্গানাইজেশন অব বাংলাদেশি আমেরিকান্স এর সভাপতি মোঃ হাসান আলী, ফুলকলি সিলেটের সংসদের সদস্য আরিফুর রহমান চৌধুরী ও জাগো সিলেট ডট নিউজের সম্পাদক মোঃ শিপন খানের অর্থায়নে ৩টি সেলাই মেশিন ২জন সুবিধা বঞ্চিত সেলাই কাজে প্রশিক্ষণ প্রাপ্ত কলেজ শিক্ষার্থী ও ১ জন সুবিধা বঞ্চিত গৃহিণীকে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ প্রদান করেন। শুরুতে কোরআনে পাক থেকে তেলাওত করেন মোঃ নাজমুল হক তুহিন। বিজ্ঞপ্তি