সমবায় বিশ্বব্যাপী একটি আন্দোলনের নাম:অধ্যাপক জাকির
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৪৩:৩৮ অপরাহ্ন
সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, সমবায় সমিতি বিশ্বব্যাপী একটি আন্দোলন ও ইতিহাসের নাম। আমাদের সকলেই একতা শব্দটাকে প্রাধান্য দিয়ে যদি চলতে পারি তাহলে আমরা অনেকদূর এগিয়ে যাবো। তিনি একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অফিস উদ্বোধনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। শুক্রবার রাত ৮টায় নগরীর ১৯নং ওয়ার্ডে সমিতির স্থায়ী অফিস উদ্বোধন করা হয়।
একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কৃপেশ দাস’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার রাখালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন রাজা, সাধারণ সম্পাদক রুমেল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জহির আহমদ ময়ূর মিয়া, প্রত্যয়ন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার নিখিল রায় পূজন, রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেশ রায়, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মিঠু তালুকদার, আনোয়ারা মতিন কলেজর অধ্যক্ষ শিশির সরকার, তরুন সমাজ সেবক ফয়সল আহমদ মাছুম।
এ সময় উপস্থিত ছিলেন কার্যকরি কমিটির সহ সভাপতি সুজিত চন্দ্র, রাজিব দাশ, অশিত রঞ্জন দাশ, মহিলা সদস্য শুক্লা রানী দাশ, পূর্নিমা দাশ, সাধারন সদস্য অর্জুন দাশ, অনুজ কান্তি দাশ, মনোজিৎ দাশ, ইন্দ্রজিৎ দাশ, রতীশ রঞ্জন দাশ , সুশান্ত ভৌমিক, অমিত দাশ, পূর্নিমা রানী দাশ, শুক্লা রানী দাশ, শেলী রানী দাশ, বিউটি রানী দাশ, রানু দাস। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাওন আহমদ ও গীতা পাঠ করেন পূজা সরকার। বিজ্ঞপ্তি