গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবি সিলেট জেলা ন্যাপের
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১৯:৩১ অপরাহ্ন
গ্যাস-বিদ্যুতের দাম কমানোসহ চার দফা দাবীতে সমাবেশ করেছে সিলেট জেলা ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। শনিবার নগরীর একটি হোটেলে এ সমাবেশ করে দলটি। সিলেট জেলা ন্যাপের সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক মো. আব্দুল ওদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক সানজিদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ন্যাপ নেতা ডা. হিরন মোহন বিশ্বাস, সঞ্জীব চন্দ্র, তুতা মিয়া, তপন কুমার দাশ, ডা. মোহন লাল সরকার, সৈয়দ আনোয়ার হোসেন, শ্রী হারাধন নম, জাহিদ আহমদ, অনিমেষ সরকার, সুরঞ্জিত শর্মা, সাবিহা আক্তার খান রুমি, শাকিলুল হক তাকিম, সজীব দেব, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র দে, চয়ন তালুকদার, রাজীব দেব, সিফালুল হক, সুমন আহমদ, আব্দুল হাই, নিয়াজ উদ্দিন, সেলিম মিয়া, বিজন কর, জাকির হোসেন, রুবল দাশ, মতি শুল্ক বৈদ্য, লোকমান মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, গ্যস-বিদ্যুতের দাম কমানো, অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানসহ চার দফা দাবী জানান। বিজ্ঞপ্তি