কিশোরী অপহরণকারী র্যাবের খাঁচায়
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫৭:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কিশোরীকে উদ্ধারের পর অপহরণকারী যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আনোয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও কিশোরীকে উদ্ধার করে র্যাব-৯।
গ্রেফতার বোরহান উদ্দিন (২৮) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভাটামাথা গ্রামের রফিক মিয়ার ছেলে। শনিবার দুপুরে র্যাব-৯ এর মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফট্যানেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর গ্রামের বাসিন্দা ওই মেয়েটির বয়স ১৫ বছর। গত ৬ ফেব্রæয়ারি বোরহানসহ কয়েকজন মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা র্যাবের ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পে অভিযোগ দেন। পরে ১০ দিন উদ্ধার তৎপরতা চালিয়ে মেয়েটিকে উদ্ধারসহ অভিযুক্ত বোরহানকে আটক করা হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।