তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি ছাড়াল ৪৬ হাজার
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : তুরস্ক-সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের ১২ দিন পর নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। দেশ দুটিতে ৮৪ হাজারের বেশি ভবন হয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর- আল-জাজিরা। তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪০ হাজার ৬৪২ এবং প্রতিবেশী সিরিয়ায় ৫ হাজার ৮০০ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে, যা বেশ কয়েকদিন ধরে অপরিবর্তিত রয়েছে।
প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ায় ধ্বংসস্তূপের নিচে এত দিন ধরে আটকে থাকা সত্ত্বেও জীবিত লোকদের খুঁজে পাওয়ার আশা ছাড়া হয়নি। উদ্ধারকর্মীরা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তবে গত কয়েক দিনে ধীরে ধীরে জীবিত উদ্ধারের সংখ্যা কমে এসেছে। এ সময় হাতে গোনা কিছু লোক জীবিত উদ্ধার হয়েছে।