নতুন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজুর সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ৬:২৭:৪৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু। শনিবার বিকেলে নবনিযুক্ত রাষ্ট্রপতির অফিসে পৌঁছে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
এ সময় নতুন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাজু। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনও রাজুর পরিবার-পরিজনসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
উল্লেখ্য, রাজু কুলাউড়া উপজেলার আলালপুর গ্রামের সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারের পুত্র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামের বড় ভাই।