মেরাজুন্নবী’র তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৩৩:৫৯ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুসলিম শিক্ষকদের উদ্যোগে বার্ষিক মিলাদ ও পবিত্র মেরাজুন্নবী (সা.)’-এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা রোববার সকালে দূর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমাম ও খতিব মাওলানা হারুন অর রশিদ।
বার্ষিক মিলাদ মাহফিল আয়োজক কমিটির আহবায়ক প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমেদ চৌধুরী, ফরিদ উদ্দিন আহাম্মদ, সিলেট সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রোমান মিয়া, ইউআরসি সিলেট সদর-এর ইনস্ট্রাক্টর এ কে এম আনিসুজ্জামান ভূঁইয়া, সিলেট সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফারুকুল ইসলাম প্রমুখ।
মোহাম্মদ আব্দুল হাই ও মোঃ আব্দুল মালেক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মুকিত। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিচালনা করেন শিক্ষক আব্দুল মালিক মামুন। বিজ্ঞপ্তি