নগরে গোয়েন্দা সংস্থার দুই সদস্যের উপর হামলা
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ৮:০৯:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে গোয়েন্দা সংস্থার দুই সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে নগরের মানিকপীর টিলার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করলেও পরে মুুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, হামলায় গোয়েন্দা সংস্থার দুই সদস্য আহত হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিটের দুই সদস্য মানিকপীর টিলার দিক থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেলযোগে এক যুবক ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তা পার হতে গিয়ে অল্পের জন্য দুর্ঘটনার হতে রক্ষা পান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো যুবককে এভাবে না চালাতে পরামর্শ দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই দুই সদস্যের উপর ক্ষিপ্ত হন এবং ফোন করে স্থানীয় আরো কয়েকজন যুবক নিয়ে এসে তাদের উপর হামলা করেন।
খবর পেয়ে এসএমপি’র উপ-কমিশনার আজবাহার আলী শেখ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোয়েন্দা সংস্থার ওই দুই সদস্যকে উদ্ধার করেন। এ সময় ১ যুবককে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।