জুড়ীতে আটাবের সহ-সভাপতিকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৬:০৭ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি:এসোসিয়েশন অব ট্রাভেল্স এজেন্সিজ বাংলাদেশ (আটাব) এর সাবেক ৪ বারের প্রেসিডেন্ট মরহুম লায়ন এম এ মোহাইমিন সালেহ এর কন্যা, আটাবের সহ-সভাপতি আফসিয়া জান্নাত সালেহ’কে সংবর্ধনা প্রদান করেছে জুড়ী উপজেলা প্রেসক্লাব।
রোববার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি সিরাজুল ইসলাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম’র পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য এস এম জাকির হোসাইন। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি আফসিয়া জান্নাত সালেহ, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এম এ মুজিব মাহবুব, রতনা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি এম. রাজু আহমেদ, অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান, প্রচার সম্পাদক মো: বেলাল হোসাইন, সাংবাদিক বদরুল ইসলাম, ফখরুল ইসলাম, আল আমিন আহমদ, শাহ আলম, সালমান আহমদ, উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সল মাহমুদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজী, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, সাইফ উদ্দিন, তানিম আহমদ প্রমুখ।