ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক পরিষদের সদস্য কার্ড বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫৭:১৪ অপরাহ্ন
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন সুবিদবাজার শাখার উদ্যোগে সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠান রোববার রাতে নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই।
সংগঠনের সুবিদবাজার শাখার সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর শাখার প্রচার সম্পাদক আব্দুস সোবহান। বক্তব্য রাখেন সুবিদবাজার শাখার সহ সভাপতি মিজানুর রহমান, সদস্য এরশাদ আলী, নুরুল হক, রফিকুল ইসলাম, মুসলিম মিয়া, রিয়াজ মিয়া, সুজন চন্দ্র দাশ, হাছান আলী, জামাল মিয়া, শোয়েব আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সদস্যদের মধ্যে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ সদস্য কার্ড বিতরণ করেন। বিজ্ঞপ্তি