গণদাবী পরিষদ ৪নং লক্ষীপাশা ইউনিয়ন শাখা গঠিত
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৩:৪৯ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে উপজেলায় বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ ৪নং লক্ষীপাশা ইউনিয়ন উত্তর আঞ্চলিক শাখা গঠনের লক্ষ্যে শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় কোনাচর বাজারে গ্রীনবার্ড শিশু একাডেমিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মেরাজুল ইসলাম সাবুলের সভাপতিত্বে ও মোঃ ফখরুল ইসলামে পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের সভাপতি ডাঃ হাবিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ বদরুল ইসলাম, মোঃ সোলাইমান আহমদ, শাহীন আহমদ, নিজাম উদ্দিন, আব্দুল লতিফ, আব্দুস শহিদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মেরাজুল ইসলাম সাবুলকে সভাপতি, মোঃ ফখরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও বদরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়াও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। বিজ্ঞপ্তি