বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৬:০১ অপরাহ্ন
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (বিবিসিজিএইচ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিনামূল্যে চক্ষু সেবা ও চোখের ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়।
হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ জিয়াউদ্দিন আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব) মোহাম্মদ আব্দুস সালাম বীরপ্রতীক।
সভার প্রধান অতিথি এডভোকেট নাসির উদ্দিন খান তাঁর বক্তব্যে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ও প্রবাসীদের উদ্যোগে হাসপাতালের ক্রমবর্ধমান অগ্রযাত্রায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিবিসিজিএইচ-এর অন্যতম উপদেশষ্টা বুরহান উদ্দিন, ট্রাস্টি সৈয়দ আব্দুর রাজ্জাক, হাসপাতালের ডেপুটি ফাইনান্স ডাইরেক্টর ও ট্রাস্টি মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন, কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান, বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান খান, সমাজসেবক দেওয়ান মকসুদুল ইসলাম আউওয়াল, হাসপাতালের কোর্ডিনেটর জাকির হোসাইন খান, হাসপাতালের আজীবন সদস্য বিলাল বদরুল, বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদুল আমিন, বদরুল হক, ব্যবসায়ী ফ্য়জুর রহমান চৌধুরী ও বেগম ফয়জুর রহমান চৌধুরী, রাজনীতিবিদ আলমগীর হোসেন রুনু, ভয়েস অব সিলেটের স্বত্বাধিকারী মইন উদ্দিন মঞ্জু, বিয়ানীবাজার জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফায়সাল, হাসপাতালের আরএমও ডাঃ কাওসার রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীবৃন্দ। বিজ্ঞপ্তি