রাণাপিং উচ্চ বিদ্যালয়ের ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ৯:০৫:২৭ অপরাহ্ন
গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সোমবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনার ভূমিকা অগ্রগণ্য হিসেবে প্রতিষ্ঠিত। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান হবে আনন্দ নিকেতন, সেই ধারণাকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি। তাই জোর দিয়ে বলা যায়, বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের আসল কারিগর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কলেজ গভর্নিং বডির সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক লায়েস উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, সিলেট জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শমশের জামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহি উদ্দিন জাকারিয়া চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য আবুল কাসেম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য মোঃ ফয়জুল ইসলাম ফয়সল, গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমজ্জুল আলী, বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, গভর্নিং বডির সদস্য মুজিবুর রহমান মল্লিক, আবুল হাসনাত, অলিউর রহমান, শীমু পারভিন, সামসুল ইসলাম প্রমূখ।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশিত সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ রহিম উদ্দিন। বিজ্ঞপ্তি