সাবেক এমপি নুরুল ইসলাম খান আর নেই
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৫:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম খান আর নেই।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
নুরুল ইসলাম খানের প্রথম জানাজা মঙ্গলবার আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাজা এশার নামাজের পর বিশ্বনাথ আলিয়া মাদরাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ ছাড়া তৃতীয় জানাজা বিশ্বনাথে তার নিজের বাড়তে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
নুরুল ইসলাম খানের গ্রামের বাড়ি বিশ্বনাথের শ্রীধরপুর গ্রামে। তিনি সিলেট নগরীর আম্বরখানা হাউজিং এস্টেট এলাকায় বসবাস করতেন।
১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-৭ আসন (বর্তমান সিলেট-২) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল ইসলাম। এরপর ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর ও বালাগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।
জালালাবাদ সম্পাদকের শোক : নুরুল ইসলাম খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর। এক শোক বার্তায় তিনি বলেন, নুরুল ইসলাম খান ছিলেন একজন কুশলী রাজনীতিক ও দক্ষ পার্লামেন্টারিয়ান। তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।
অধ্যাপক হান্নানের শোক : নুরুল ইসলাম খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নান। এক শোক বার্তায় তিনি নুরুল ইসলাম খানের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।