শাহজালাল জামেয়ায় মাতৃভাষা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩৮:২১ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় অতিথির বক্তব্য রাখেন শাবির সহকারী রেজিস্টার মোহাম্মদ রুহেল আহমদ। মাতৃভাষা দিবসের তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম, ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভিন, সিনিয়র শিক্ষক মুহিব আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী, সিনিয়র শিক্ষক আব্দুর রব, সহকারি শিক্ষক ওমর ফারুক, প্রভাষক আব্দুল লতিফ, সিনিয়র শিক্ষক জাকিয়া ফেরদৌসী, হাবীবা বেগম এবং মোঃ আলম মিয়া প্রমূখ। উপস্থাপনায় ছিলেন সহকারি শিক্ষক মাওলানা আব্দুর রশিদ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবসে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মকে মেধাবী, যোগ্য, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সবশেষে ছাত্রছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি