মাতৃভাষা দিবসে উইমেন্স মেডিকেল কলেজে সভা
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩৫:৪৬ অপরাহ্ন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে র্যালী, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী সকালে র্যালী সহকারে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে কলেজ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপ পরিচালক চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ হিমাংশু শেখর দাসের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ ফজলুর রহিম কায়সার।
বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম ভূইয়া, অধ্যাপক ডাঃ মোঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী। অধ্যাপক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান।
উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ সিদ্ধার্থ পাল, অধ্যাপক ডাঃ মো. আল মোহাইমিন সোহেল, সহকারী পরিচালক ডা: তাহফীম আহমদ রিফাত, সহকারী পরিচালক ডাঃ আবু তারেক রাসেল, ৪র্থ বর্ষের ছাত্রী অতশী বিশ্বাস, নার্সিং কলেজের প্রভাষক মো শরীফুল ইসলামইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি