বর্ডার গার্ড পাবলিক স্কুলে মাতৃভাষা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ৭:২৩:০৮ অপরাহ্ন
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।
মঙ্গলবার প্রতিষ্ঠান প্রাঙ্গণ হতে অধ্যক্ষ মেজর মো আইয়ুব খান (অব) এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে প্রভাতফেরির আয়োজন করা হয়। প্রভাতফেরি আখালিয়াস্থ প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৪৮ বিজিবি গেট দিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। প্রতিষ্ঠানের শহীদ মিনারে গভর্নিং বডি’র চেয়ারম্যান কর্নেল জি এইচ এম সেলিম হাসান, গভর্নিং বডি’র এ্যাডভাইজার সদস্য লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠানের শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষের সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আবু ইউসুফ ও ৮ম শ্রেণির শিক্ষার্থী সাদেকা তাসনিম অপি।
শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রভাষক মৌমিতা রায়, সহকারি শিক্ষিকা সুমা দত্ত, শাশ্বতী চক্রবর্ত্তী ও শিউলী সমাজপতি।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি অত্র প্রতিষ্ঠানের ৪ হাউসের সমন্বয়ে সম্পাদিত আন্ত:হাউস শেখ রাসেল দেয়ালিকা পর্ববেক্ষণ করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সহকারি শিক্ষক গোলাম কিবরিয়া এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হাসান শাহরিয়ার আবিদ ও দশম শ্রেণির শিক্ষার্থী রাইদা আবিদ সোহা। বিজ্ঞপ্তি