সিলেটে উদ্ধার হওয়া বস্তাবন্দী লাশের পরিচয় মিললো
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ৭:২৩:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের দুইদিন পর ওই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তবে এখনো মৃত্যুর রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
নিহত ব্যক্তির নাম সাজ্জাদ আলী (৩৫)। তিনি সিলেট সদর উপজেলার বসন্তরা গাঁওয়ের মৃত সোয়াব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার জানান, গত সোমবার সকালে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকা থেকে বস্তাবন্দী লাশের পরিচয় শনাক্ত হয়েছে। ইতোমধ্যে ময়নাতদন্ত সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছি আমরা।