জালালাবাদ যুব ফোরামের ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫১:৫৮ অপরাহ্ন
সাবেক রোটারী ডিস্ট্রিক্ট গভর্ণর ও মদন মোহন বিশ্ববিদ্যালয়ের কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) আতাউর রহমানী পীর বলেছেন, তথ্য প্রযুক্তির প্রসারের এই যুুগে যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলা সহায়ক শক্তি হিসেবে কাজ করে। নৈতিকতা সম্পন্ন যুব সমাজ দেশ জাতি ও সমাজের সম্পদ। এক্ষেত্রে বিভিন্ন ধরণের খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই।
তিনি সোমবার রাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগর আয়োজিত নগরীর কাজীটুলাস্থ একটি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তঃমহানগর ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফোরামের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব পারভেজ আহমদের পরিচালনায় ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৬নং ওয়ার্ডের কাউন্সিলার আব্দুল মুহিত জাবেদ ও সিলেট সেন্ট্রাল কলেজের গভর্নিং বডির সভাপতি মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা নজরুল ইসলাম, সমাজসেবী সুহেল রানা, কাজী জাফর আহমদ, আব্দুল হাকিম, শামসুর রহমান জাবাল, ওলিউর রহমান সাদ্দাম ও মাজহারুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি