বিবেকানন্দের জীবন ছোট, কর্ম অসাধারণ : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪৮:২৫ অপরাহ্ন
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বিবেকানন্দের জীবন ছোটো, তার কর্ম অসাধারণ। তিনি জাতীয়তাবাদকে সারাবিশে^ ছড়িয়ে দিয়েছেন। মানুষকে ভালোবাসতে, প্রতি জীবকে ভালোবাসতে শিখিয়েছেন। তাঁর দর্শন ও চিন্তা সমাজে ছড়িয়ে দিতে পারলেই সমাজে শান্তি ফিরে আসবে।
তিনি বুধবার সন্ধ্যায় নগরের নাইওরপুলস্থ রামকৃষ্ণ মিশন আশ্রমে চার দিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিনের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রামকৃষ্ণদেবের ১৮৮তম আবির্ভাব ও বার্ষিক উৎসব উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপাধ্যক্ষ (অব.) সুষেন্দ্র কুমার পালের সভাপতিত্বে ‘স্বামী বিবেকানন্দ ও যুবসমাজ’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রামকৃষ্ণ মিশন আশ্রম পরিচালনা কমিটির সম্পাদক অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ। বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। মূখ্য আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়। আলোচক ছিলেন দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, প্রকৌশলী সুধাময় দেব ও অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ^াস। ধন্যবাদ বক্তব্য দেন পান্না লাল রায়। অনুষ্ঠান পরিচালনা করেন রিপন তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, যুবক তারাই যাদের মধ্যে তেজস্বতা, পুরাতনকে ভেঙে নতুন কিছু করার মানসিকতা রয়েছে। কিন্তু, আজ আমাদের যুব সমাজের মধ্যে হতাশা বিরাজ করছে, নতুন কিছু তৈরি, জানার আগ্রহ তেমন জাগ্রত হচ্ছে না। তিনি বলেন, বিবেকানন্দের দর্শন ও চিন্তায় আমাদের যুব সমাজকে জাগ্রত করতে হবে।
মূখ্য আলোচকের বক্তব্যে ড. হিমাদ্রী শেখর রায় বলেন, বিবেকানন্দ প্রাচ্য সম্পর্কে প্রাশ্চাত্যের ধারণা বদলে দিয়েছিলেন। বিবেকানন্দ যুব সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। বিজ্ঞপ্তি