দক্ষিণ সুরমায় জামায়াতের ফ্রি খৎনা ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫০:০৫ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার কল্যাণে কাজ করে। জামায়াতের সকল স্তরের জনশক্তি সামাজিক ও মানবিক কার্যক্রমকে দ্বীনি দায়িত্ব মনে করে থাকে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতের উপর জুলুম নিপীড়ন চালিয়ে মূল্য লক্ষ্য থেকে জামায়াতকে সরিয়ে রাখার সাধ্য কারো নেই। আর্তমানবতার কল্যাণে জামায়াতের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি মঙ্গলবার সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা জামায়াতের উদ্যোগে নগরীর ৩০নং ওয়ার্ডের গালিমপুর এলাকায় অনুষ্ঠিত ফ্রি খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদারের পরিচালনায় ফ্রি খৎনা ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড জামায়াতের সভাপতি ও ৩০ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার পদপ্রার্থী এডভোকেট মকসুদ আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম আমিন, সৈয়দ তফজ্জুল আলী রুমি, ওলী মিয়া, ফরিদ মিয়া, হোছন মিয়া, শাহজাহান মিয়া, থানা জামায়াতের সহকারী সেক্রেটারী কাজী জাফর আহমদ, ৩০নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি জাফর আহমদ, সেক্রেটারী আব্দুর রহিম প্রমূখ।
অনুষ্ঠানে ৩৩ জন শিশুকে ফ্রি খৎনা দেয়া হয়। ক্যাম্প সফলে এলাকার যুব ও ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সার্বিকভাবে সহযোগিতা করেন। বিজ্ঞপ্তি