জকিগঞ্জ উপজেলা স্কাউটের কাব ক্যাম্পুরির উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫৩:৪৩ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলা স্কাউটের ৫ দিনব্যাপী ৪র্থ কাব ক্যাম্পুরির উদ্বোধনী বুধবার সকালে ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্কাউটস এর সভাপতি ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লুকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট আঞ্চলিক স্কাউটের কোষাধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ সবুর, সিলেট জেলা স্কাউট কমিশনার মোঃ মামুন আহমদ, কোষাধ্যক্ষ নুরুল আম্বিয়া কার্জন, সম্পাদক হিফজুর রহমান হিফজ প্রমুখ।
উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় সুচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউট কমিশনার ও ক্যাম্প চীফ বিশ্বজিৎ রায়, সম্পাদকীয় রিপোর্ট উপস্থাপন করেন উপজেলা স্কাউট সম্পাদক সিতাংশু বিশ্বাস। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুকূল চন্দ্র দাস।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ এর মাধ্যমে সুচিত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিজ্ঞপ্তি