মধ্যরাতে শিববাড়িতে মার্কেটে আগুনে
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৯:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমায় অগ্নিকাÐে পুড়েছে তেলের গুদাম। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে দিকে শিববাড়ি এলাকার দেব মার্কেটে ঘটনাটি ঘটে। রিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
স্থানীয় সূত্র জানায়, পাঁচ মাস আগে সুহেল রানা নামের একব্যক্তি দেব মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে দুটি প্রসাধনী তেলের গুদাম করেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ এ দোকানে আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দুটি টিম এসে তাদের সহযোগিতায় প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগের উপ-সহকারী পরিচালক খন্দকার সানাউল হক জানান, রিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে চার্জারের সার্কিট শর্ট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ২ লাখ টাকার মালামাল পুড়েছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫ লক্ষ টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হয়েছেন।