ধুলিধূসরিত নগরে ফাগুনের বৃষ্টিতে স্বস্তি
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৭:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অপরিকল্পিত খুঁড়োখুড়িতে ধুলায় ধূসর গোটা সিলেট নগর। এমন ধুলি ধূসরিত নগরীতে স্বস্তি এনে দিলো ফাল্গুনের বৃষ্টি।
সিলেট নগরে বুধবার রাতে থেমে থেমে বৃষ্টি হয়। বৃহস্পতিবারও এক পশলা বৃষ্টি ঝরে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নগরে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে ফাল্গুন মাসের আকস্মিক এই বৃষ্টিকে মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাতই বলছে তারা।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ সজীব হোসেন বলেন, বুধবার রাত ১০টা ৫২ মিনিটের দিকে সিলেটে বৃষ্টিপাত শুরু হয়। মুষলধারে বৃষ্টি ঘণ্টাব্যাপী স্থায়ী হয়েছিল। রাত ১২টার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করে। বৃষ্টি শুরু হলে নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অন্ধকারে ঢেকে যায় নগর।
তবে বিদ্যুতের অন্ধকারেও এই বৃষ্টি নগরজীবনে স্বস্তির বার্তা এনে দিয়েছে বলে মনে করছেন সচেতন পথচারীরা। কারণ নগরজুড়ে এখন ধুলার রাজত্ব। ধুলার কারণে ঠিকমতো নিশ^াস নেয়াই দায়। এ অবস্থায় ফাগুনের বৃষ্টিতে কিছুটা সময়ের জন্য হলেও প্রাণখুলে নিশ^াস নেয়া যাবে বলে মত তাদের।
এদিকে আজ শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারা জানায়, সিলেটে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এরপর আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাধারণত ফেব্রুয়ারি মাসে এ ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে।