পুলিশ সুপার কার্যালয়ে আগুন
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫৫:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরীর বন্দর বাজার এই আগুনের সূত্রপাত ঘটে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ।
রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাÐের ঘটনা ঘটতে পারে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের চতুর্থ তলার একটি কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় পার্শ্ববর্তী ভবন ও সামনের সড়কে থাকা পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিভলেও ভেতরে ধোয়া দেখা যায়। পুলিশ কাউকে ভেতরে ঢুকতে না দেয়ায় এবং পুলিশের উর্ধ্বতন কোন কর্মকর্তা ফোন রিসিভ না করায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।