জৈন্তায় মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা বিষয়ক সভা
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৯:১৬:০৫ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি:
বৃহস্পতিবার সকাল ১১টায় জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। এসময় জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানসহ অতিথিবৃন্দকে বিদ্যালয়ের ফটকে প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী ও ছাত্রীরা ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এর পর তিনি নির্মাণাধীন ফ্লাড সেন্টার পরিদর্শন করেন। পরে ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের কনফারেন্স হলে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও ইতিহাস বর্ণনা বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হায়দার আলী, শিক্ষানুরাগী সদস্য হাসিনুল হক হুসনু, সদস্য কামাল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রজত ভূষণ সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষকমন্ডলীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।