তৈয়ব কামাল চ্যাম্পিয়নস লীগ এর ফাইনাল
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৩৭:২৩ অপরাহ্ন
দক্ষিণ সুরমা কুচাই তৈয়ব কামাল সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘের উদ্যোগে তৈয়ব কামাল চ্যাম্পিয়নস লীগ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
ক্রীড়াবিদ ইব্রাহিম আলি বাবুলের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন সমাজসেবী সুমন আহমদ শিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সমাজসেবী শাহ আহমদুর রব, সমাজসেবক মকসুদ আহমদ, যুক্তরাজ্য সদর এসোসিয়েশনের সহ সভাপতি নুরুল ইসলাম বাবুল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সমাজসেবক ইকবাল হোসেন মিটু, শিক্ষানুরাগী এহতেশামুল হাসান লয়েছ, ব্যবসায়ী শাহরিয়ার আহমদ রাসেল প্রমুখ। এছাড়াও এলাকার মুরব্বিয়ান ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি