গোয়াইনঘাটে কোপাকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৮:২৯ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
গোয়াইনঘাটে পর্নানগর যুব সমাজ আয়োজিত কোপালীগ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্তপর্বে জয়লাভ করেছে পূর্নানগর টাইগারদল।
টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা শুক্রবার বিকেল সোয়া ৪ টায় পূর্নানগর মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় পুর্নানগর বেঙ্গল ও টাইগার দল মুখোমুখি হলে এক শুন্য গোলে টাইগার দল শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলাম কিবরিয় হেলাল।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠিকাদার জিয়াউর রহমান সুজন, সাংবাদিক আব্দুল মালিক, খালেদ আহমদ আবদুল গনি ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।