আলিয়া মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী আজ
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৫:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে আজ শনিবার শুরু হচ্ছে প্রাণিসম্পদ প্রদর্শনী। শনিবার সকাল ১০টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মারুফ হাসান। প্রদর্শনী অনুষ্ঠান চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ে দর্শনার্থীরা বিনামূল্যে প্রাণিসম্পদ প্রদর্শনী দেখতে পারবেন বলে জানিয়েছেন সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর কবির।
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এতে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)। ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে সিলেটসহ সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে শনিবার থেকে পালিত হবে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ।
জানা গেছে, সিলেটের বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া, কবুতর, খরগোশ, কুকুর, বিড়াল, হাঁস-মুরগীসহ গৃহপালিত নানা ধরনের প্রাণির দেখা মিলবে আলিয়া মাঠের এ প্রদর্শনীতে। প্রদর্শনীতে বরাবরের মতোই সিলেটের সবচেয়ে সুন্দর ও বড় আকারের গরু, মহিষ, ছাগল, ভেড়ার র্যাম্প শো থাকছে দর্শনার্থীদের জন্য।
সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর কবির দৈনিক জালালাবাদকে জানান, আলিয়া মাঠের প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৫০টি স্টল থাকবে। সিলেটের বড় বড় গরু, ছাগল, মহিষ, হাস, মুরগী এবং পোষা প্রাণির খামারীগণ এ প্রদর্শনীতে অংশ নেবেন। এতে খামারিরা তাদের খামারের সবচেয়ে আকর্ষণীয় ও বড় আকারের ষাঁড় নিয়ে আসবেন বলে নিশ্চিত করেছেন। প্রদর্শনীতে কোন ধরনের বেচাকিনি হবেনা বলেও জানান তিনি।